ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৫৪ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৩


ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ
ছবি: সংগৃহীত

ঈদে ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে।


বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড, ভোগড়া বাইপাস মোড় এবং জয়দেবপুর-চৌরাস্তা এলাকায় এ পরিস্থিতি দেখা গেছে।


গাজীপুর মহানগর পুলিশের ট্র্যাফিক বিভাগের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন জানান, ঈদযাত্রায় আমরা কয়েক ক্যাটাগরি ও কয়েক স্তরে ট্র্যাফিক ব্যবস্থাপনা সাজিয়েছি। সড়কে আমাদের নিয়মিত পুলিশের সঙ্গে ১০০ এপিবিএন সদস্য এবং আরও এক হাজার পুলিশ সদস্য পালাক্রমে ডিউটি পালন করবে। আমাদের লক্ষ্য হচ্ছে পুরোপুরি যানজটমুক্ত রাস্তা। 


ভোগড়া বাইপাস মোড়ে কর্তব্যরত গাজীপুরের রোভার স্কাউট সদস্য মো. সাইদুর রহমান বলেন, কয়েক বছর ধরেই ঈদে ঘরমুখী মানুষদের সহায়তা করে যাচ্ছি। এ বছর ভোগড়া বাইপাসসহ চান্দনা-চৌরাস্তা, টঙ্গী, চন্দ্রা, রাজেন্দ্রপুরে আমাদের পাঁচটি টিম পুলিশের সঙ্গে ট্রাফিকের কাজ করছে।