‘রোদ্দুরে’ নিয়ে হাজির তৌহিদ-কনা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:৩৩ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৩


‘রোদ্দুরে’ নিয়ে হাজির তৌহিদ-কনা
ছবি: সংগৃহীত

প্রকাশ হয়েছে তরুণ গায়ক তৌহিদের নতুন গান। শিরোনাম ‘রোদ্দুরে’। তার সঙ্গে গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা।


এটি তৌহিদের গাওয়া দ্বিতীয় গান। এর আগে তিনি গেল বছর গেয়েছিলেন ‘খুব যতনে’ শিরোনামের গান। এবার তিনি গাইলেন ‘রোদ্দুরে’ নামের গানটি। এটি লিখেছেন সোমেশ্বর অলি। গানটিতে সুর ও সংগীত করেছেন আকাশ মাহমুদ। গানের মিক্স মাস্টারিংয়ে ছিলেন আশিক মাহমুদ।


২০ এপ্রিল সন্ধ্যায় ৭টায় টি আর মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ‘রোদ্দুরে’ গানটি প্রকাশ হয় ভিডিও আকারে। এস আর ফিল্মসের আয়োজনে গানচিত্রটি নির্মাণ করেছেন সৈকত রেজা।


গানটি নিয়ে কনা বলেন, ‘চমৎকার মিষ্টি কথায় সাজানো, অসাধারণ সুর ও সংগীত আয়োজনে আমার এবং তৌহিদ ভাইয়ের কণ্ঠে এই গানটি আশা করছি সবার মন ছুঁয়ে যাবে।’


গায়ক তৌহিদ বলেন, ‘এই গানের গীতিকার ও আমার সহশিল্পী দুজনই এমন মানুষ যাদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আনন্দিত। ঈদের গান হিসেবে ‘রোদ্দুরে’ সবার হৃদয় ছুঁয়ে যাক সেই প্রত্যাশা করছি।’


গানের ভিডিও নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এর সুর ও সংগীত পরিচালক আকাশ মাহমুদও।