দুপুরে গরু-খাসি খাবেন কারাবন্দিরা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৩


দুপুরে গরু-খাসি খাবেন কারাবন্দিরা
ফাইল ছবি

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কারাবন্দিদের জন্য এই দিনটি অন্য দিনগুলোর মতোই। তবে এই বন্দিজীবনে তাদের আনন্দ দিতে প্রতিবছরই নানা আয়োজন করে ঢাকা কেন্দ্রীয় কারাগার।


কারা সূত্রে জানা যায়, অতিরিক্ত গরমের কারণে এবারের ঈদে অন্যান্য বছরের মতো বিনোদনের ব্যবস্থা থাকছে না। তবে কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।


ঈদের দিন বন্দিদের ঘরোয়া পরিবেশের আমেজ দেওয়ার জন্য সকাল ৭ টায় তাদের স্ব স্ব সেলে মুড়ি, পায়েস ও চমচম মিষ্টি পাঠানো হয়েছে। মুড়ি,পায়েস ও চমচম খাওয়ার পর বন্দিরা ঈদের জামাতে অংশগ্রহণ করেন।


ঈদের দিন দুপুরে ও রাতে বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ।


দুপুরে যা খাবেন বন্দিরা


ঈদের দিন দুপুরে বন্দিদের জন্য কয়েক পদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। দুপুরে তারা পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস/খাসির মাংস খাবেন। এছাড়া কোমল পানীয় ও পান সুপারির ব্যবস্থাও থাকবে তাদের জন্য।


রাতের খাবার


ঈদের দিন শেষে রাতেও বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হবে। সব শেষ রাতের বেলায় বন্দিরা খাবেন সাদা ভাত, আলুর দম, ডিম ও রুই মাছ। এছাড়া থাকবে কাগজি লেবু ও  শসা।


কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এ সকল খাবার অন্যসব দিনের মতো করে রান্না করা হবে। তবে ঈদের দিনের বিশেষ খাবার উন্নতমানের সকল পণ্য দিয়ে রান্না করা হবে।


এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) ডেপুটি জেলার জহুরা খাতুন বলেন, এবার অতিরিক্ত গরমের কারণে ঈদের দিন বন্দিদের জন্য বিনোদনের আয়োজন থাকছে না। তবে প্রতিবারের মতো এবারও ঈদের দিন তিন বেলা বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।