নাগরপুরে শেখ হাসিনা সেতুতে বিনোদন প্রেমিদের উপচে পড়া ভিড়


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৩০ এএম, ২৫শে এপ্রিল ২০২৩


নাগরপুরে শেখ হাসিনা সেতুতে বিনোদন প্রেমিদের উপচে পড়া ভিড়
ছবি: জনবাণী

পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ-উৎসব উপভোগ করতে টাঙ্গাইলের নাগরপুরের কেদারপুর ধল্লেশ্বরী নদীর উপর নির্মিত ‘শেখ হাসিনা সেতু’তে ঢল নেমেছে বিনোদন প্রেমিদের। 


নাগরপুর উপজেলায় বিনোদনের কোন কেন্দ্র না থাকায় শুধু পবিত্র ঈদ উল ফিতরের দিনই নয় প্রতিটি জাতীয় দিবসেও আনন্দঘন পরিবেশে হাজার হাজার মানুষের স্রোতে মুখরিত হয়ে উঠে শেখ হাসিনা সেতুটি। বসে হরেক রকম পণ্যের মেলা। 


নাগরপুর উপজেলাসহ বিভিন্ন জেলা থেকে হাজারও মানুষের সমাগম এই শেখ হাসিনা সেতুতে। সেতুর দুই পাড় দিয়ে পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ উপভোগ করতে শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষ ও পরিবার-পরিজন নিয়ে পায়ে হেঁটে যাচ্ছেন দর্শনার্থীরা। আবার অনেকেই সেতুর মাঝ খানে দাঁড়িয়ে পরিবার-পরিজনদের সঙ্গে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত সময় পার করছেন। 


নাগরপুরে একটি বিনোদন কেন্দ্র গড়ে তুলার দাবি করেন  উপস্থিত বিনোদন প্রেমিরা।