মাল্টি ডিভাইস ফিচার আনলো হোয়াটসঅ্যাপ


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩


মাল্টি ডিভাইস ফিচার আনলো হোয়াটসঅ্যাপ
ফাইল ছবি

মেটার অঙ্গ প্রতিষ্ঠান  হোয়াটসঅ্যাপ এবার নতুন মাল্টি ডিভাইস ফিচার নিয়ে এসেছে। এখন থেকে হোয়াটসঅ্যাপের একই একাউন্ট ৪টি ফোনে লগইন করা যাবে। মঙ্গলবার (২৫ এপ্রিল) থেকে এই সুবিধা পাচ্ছেন ব্যবহারকারীরা। 


হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ তার ভেরিফাইড ফেসবুক পেজে এ কথা জানান। খবর টেকক্রাঞ্চ'র।


এর আগে একই সময়ে একটি হোয়াটসঅ্যাপ একাউন্ট শুধুমাত্র মোবাইল ও ডেস্কটপে লগইন করা যেত। এবার হোয়াটসঅ্যাপ থেকে উঠে গেছে এই সীমাবদ্ধতা।


ফলে এখন থেকে একই একাউন্ট চারটি ফোনে লগইন করা যাবে। তাই একটি ডিভাইস বন্ধ থাকলেও অন্য ডিভাইসে অ্যাপটি অ্যাক্সেস করা যাবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে এই সেবা।