Logo

বাউফলে আ.লীগের প্রতিবাদ সমাবেশ

profile picture
জনবাণী ডেস্ক
২৭ এপ্রিল, ২০২৩, ১৩:০৪
12Shares
বাউফলে আ.লীগের প্রতিবাদ সমাবেশ
ছবি: সংগৃহীত

সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করা হয়েছে তারা এর সুষ্ঠু তদস্ত করে বিচারের দাবি জানান

বিজ্ঞাপন

পটুয়াখালীর বাউফল উপজলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারকে কুপিয়ে আহত করার প্রতিবাদে আ.লীগের (একাংশের) উদ্যাগে প্রতিবাদে ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে বাউফল পাবলিক মাঠে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরাজীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার। 

বিজ্ঞাপন

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ.লীগের যুগ সাধারণ সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়ল, বীর উত্তম মরহুম শামসুল আলম তালুকদারের ছেলে বিশিষ্ট্য ব্যাবসায়ী হাসিব আলম তালুকদার, উপজেলা আ.লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন তালুকদার, মদনপুরা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, দাসপাড়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, বগা উইপি চেয়ারম্যান মাহামুদুল হাসান, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম স্বপন, ছাত্রলীগের সভাপতি হাসান মৃধা প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তরা বলেন, গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস  উদযাপনের র‍্যালিতে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারকে স্থানীয় এমপি আ স ম ফিরোজের উপস্থিতিতে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করা হয়েছে। তারা এর সুষ্ঠু তদস্ত করে বিচারের দাবি জানান। 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD