নতুন সিনেমা নিয়ে আসছে সিয়াদাত রাজ


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪:৩৪ পূর্বাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩


নতুন সিনেমা নিয়ে আসছে সিয়াদাত রাজ
সিয়াদাত রাজ

তরুণ অভিনেতা সিয়াদাত রাজ। সম্প্রতি সময়ে বেশ কিছু শর্ট ফিল্ম, ওয়েভ সিরিজ ও মিউজিক ভিডিওতে কাজ করছেন তিনি। তার অভিনীত উল্লেখ্যযোগ্য শর্ট ফিল্মের মধ্যে রয়েছে, 'অশিক্ষিত বাবা', 'সুখি পরিবার', 'সৎ ভাই', 'অসহায় নারী' ও 'প্রবাস জীবন'।


দর্শক কেন হল মুখি হচ্ছেন না! এ প্রসঙ্গে তার দাবী, সিনেমাগুলো মানসম্মত হচ্ছে না। তাই মানুষ হল মুখি হচ্ছে না। বাংলা সিনেমাকে মানসম্মত করে তুলতে চান বলেও জানান এই তরুণ অভিনেতা। 


তিনি বলেন, শিগগিরই আমার প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার মান বজায় রেখেই কাজ করা হয়েছে। আশা করি, কেউ নিরাশ হবে না।


এদিকে, এবার ঈদে 'লিডার আমি বাংলাদেশ', 'কিল হিম', 'লোকাল', 'আদম', 'শত্রু' সিনেমাগুলো মানুষকে আবার হল মুখি হবে বলে সেই আশা ব্যক্ত করেন সিয়াদাত।