দর্শকের কাছে আমাদের সন্মান এমনিতে তলানিতে: জায়েদ খান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৩ পূর্বাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩


দর্শকের কাছে আমাদের সন্মান এমনিতে তলানিতে: জায়েদ খান
জায়েদ খান

ঢাকাই ছবি আলোচিত অভিনেতা জায়েদ খান। বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বাংলা সিনেমা নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি। 


জায়েদ খান লিখেছেন, এই ঈদে যার যার সিনেমা মুক্তি পেয়েছে ,তারা সবাই সর্বোচ্চ দিয়ে নিজের সিনেমার প্রচারনা চালিয়ে যান। কিন্তু কেউ কারো সিনেমা নিয়ে কিংবা কেউ কাউকে কটুক্তি করবেন না প্লিজ। 


তিনি আরও বলেন, দর্শকের কাছে আমাদের সন্মান এমনিতে তলানিতে, তাদের কাছে আমাদের নিজেদের আর ছোট না করি। ঈদের সব সিনেমা ব্যবসাসফল হোক এই কামনা করছি। আর একটা কথা ঈদের সিনেমাগুলোকে আরো কয়েক সপ্তাহ ব্যবসা করার সুযোগ দেওয়া উচিত। 


জায়েদ বলেন, বাংলাদেশী চলচ্চিত্র শিল্পী ও কলা-কুশলীদের বাঁচার সুযোগ তৈরী হোক। তার আগে পর্যন্ত হিন্দি সিনেমা মুক্তি বন্ধ রাখা হোক। মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়, হিন্দি সিনেমা আমদানিকারক, হল মালিকদের এ বিষয়ে অনুরোধ রইল। জয় হোক বাংলাদেশী সিনেমার।