অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই জনপ্রিয় অভিনয়শিল্পী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:৪৬ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩
অল্পের জন্য প্রাণে বাঁচলেন জনপ্রিয় অভিনেতা সপ্তর্ষি মৌলিক ও অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়েন তারা।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, কলকাতার মা উড়ালপুলে দুর্ঘটনার কবলে পড়েন তারা। ভয়ংকর সেই অভিজ্ঞতার কথা নিজেই নেটমাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী সপ্তর্ষি।
তিনি জানান, একটি গাড়ি ভুল দিক থেকে এসে দ্রুতগতিতে তাদের গাড়িটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। তখনই তাদের গাড়িটিকে সেই গাড়িটি ধাক্কা মারে।’
এই অভিনেতা আরও জানান, ‘এই দুর্ঘটনার জেরে তাদের গাড়িটি সেতু থেকে পড়ে যেতে পারত। এমনকি এক বাইক আরোহীর মৃত্যু পর্যন্ত হতে পারত। শুধুমাত্র চালকের দক্ষতার জেরে প্রাণে বেঁচেছেন তারা।’
সপ্তর্ষির ধারণা, যে গাড়িটি তাদের গাড়িকে ধাক্কা দেয়, সেটির চালক ছিলেন মাতাল। তার পোস্টে কলকাতা পুলিশকে ট্যাগ করে পুরো বিষয়টি জানিয়েছেন অভিনেতা। তবে পুলিশের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি।