প্রেম নিয়ে নতুন যে তথ্য দিলেন পরীমণি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:৫৫ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩
ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি। সম্প্রতি কলকাতার আনন্দনবাজার পত্রিকার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার গ্রহণকালে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
সেখানে একাধিক প্রেম এবং বিয়ে নিয়ে তিনি বলেন, ‘হাসতে হাসতে নায়িকার উত্তর, ‘আচ্ছা একটা ব্রেকআপের পর মানুষ কী করে! আরেকটা ছেলে দেখব প্রেম করব, এটাই তো স্বাভাবিক।’
তিনি আরও বলেন, ‘প্রেমিক গোলাপ ফুল দিলে সেটাও আমি সবাইকে দেখাই। তেমনই ব্রেকআপ হলে মন খারাপ থাকে। সেই অনুভূতিটাও আমি উদযাপন করি। সেটাও আবার সবাইকে জানাই। আর কী করব!’
প্রসঙ্গত, গেল ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। এ বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা। গত ১০ আগস্ট বিকেল ৫টা ৩৬ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছেলের জন্ম দেন তিনি। বর্তমানে নিজের সংসার নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন তিনি। অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন।