মুরাদনগরে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:২৮ পূর্বাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৩
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধী রিকশাচালক হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃত মো. ইকবাল হোসেন(২৬) উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের সিরাজুল ইসলাম ও মমতাজ বেগমের ছেলে।
পুলিশি সূত্রে জানা যায়, উপজেলার মোচাগড়া গ্রামের প্রতিবন্ধী রিকশাচালক মো. সেলিমকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত ২নং আসামী। ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে সকল আসামী আত্মগোপনে রয়েছে।
সহকারী পুলিশ সুপার (মুরাদনগর) সার্কেল ও ওসির পরামর্শে এসআই মো. বোরহান উদ্দিন মজুমদারের নেতৃত্বাধীন ফোর্স বুধবার (২৬এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বাকলীয়া থানার অন্তর্ভুক্ত এছাকের ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
মুরাদনগর থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল ডেল্টা টাইমসকে বলেন, গ্রেফতারকৃত আসামী ইকবালকে পুলিশি স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত রবিবার(২৩ এপ্রিল) সকালে মুরাদনগরের মোচাগড়া গ্রামে আম খাওনা নিয়ে সৃষ্ট দন্দের জেরে বোনকে আঘাতে আহত করার প্রতিবাদ করায়, পিটিয়ে নির্মমভাবে হত্যা করে রিকশাচালক প্রতিবন্ধী মো. সেলিমকে(৩৫)। নিহতের পরিবার বাদী হয়ে মুরাদনগর থানায় হত্যা মামলা রুজু করে।