সফটওয়্যার কোড লিখে দেবে গুগল বার্ড
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১২:৪১ পূর্বাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৩
সম্প্রতি এক চমকপ্রদ খবর দিয়েছে বিশ্বের শীর্ষ টেক জায়ান্ট গুগল। তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট বার্ডকে আরেক ধাপ উন্নয়ন করতে যাচ্ছে তারা। নতুন আপডেটে সফটওয়্যার তৈরির জন্য কোডিং করতে সাহায্য করবে গুগল বার্ড।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের জানায়, গেল বছরে মাইক্রোসফটের সমর্থিত স্টার্টআপ ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি প্রকাশের পর প্রযুক্তিজগতে ব্যাপক ফেলে দেয়। তখন থেকেই খাতটিতে প্রতিযোগিতা ও সম্ভাবনা বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় গত মাসে গুগল মাইক্রোসফট করপোরেশনের এআই উদ্যোগকে টেক্কা দিতে বার্ডের পাবলিক রিলিজ শুরু করে।
গুগল বার্ডকে জেনারেটিভ এআইয়ের সঙ্গে ব্যবহারকারীর সমন্বয়ের একটি পরীক্ষা হিসেবে বর্ণনা করেছে বলে জানা গেছে। ডেভেলপাররা এর সাহায্যে সফটওয়্যার তৈরির কোডিং করতে পারে। এটি এমন একটি প্রযুক্তি যা পুরনো ডাটার ওপর নির্ভর করে এবং নতুন কোড তৈরি করে।