দর্শক একঘেয়েমি কিছু পছন্দ করে না: পূজা চেরি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৩
তারকাদের অনেকেই রুচির পরিবর্তন নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। এবার সেই সারিতে নাম লেখালেন চিত্রনায়িকা পূজা চেরি।
এবার ঈদে মুক্তি পেয়েছে পূজা অভিনীত ‘জ্বীন’ সিনেমা। সিনেমাটি নিয়ে রুচির পরিবর্তনের পক্ষে কথা বলেছেন এ অভিনেত্রী। গতানুগতিক গল্পের বাইরে অনেক কিছু উঠে এসেছে ভৌতিক আবহে তৈরি এ ছবিতে।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে পূজা বলেন, নিজেদের রুচির পরিবর্তন করতে হবে। অনেকটাই রুচির পরিবর্তন হচ্ছেও। দর্শক একঘেয়েমি কিছু পছন্দ করে না। আমরাও যদি গতানুগতিক সিনেমা দিয়েই চলি তা হলে আমাদের পরিবর্তন আসবে না।
তিনি আরও জানান, এই যে দর্শকের রুচি। এই রুচি বদলের জন্য আমাদেরও ভূমিকা রাখতে হবে। নিজেদেরই রুচির পরিবর্তনটা করতে হবে। শুধু অ্যাকশন, মার মার-কাট কাট সিনেমা নয়। একটু অন্য ঘরানার সিনেমা দর্শকদের উপহার দিতে চাই।