ঈদে ঘুরতে না নিয়ে যাওয়ায় গৃহবধূর কাণ্ড


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৩


ঈদে ঘুরতে না নিয়ে যাওয়ায় গৃহবধূর কাণ্ড
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ঈদে ঘুরতে না নিয়ে যাওয়ায় স্বামীর সঙ্গে অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।


বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর আগে বুধবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত গৃহবধূ উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী শিবনগর গ্রামের মোস্তফা কামালের স্ত্রী সাথী ইসলাম বর্ষা (২৫)। নিহতের স্বামী পেশায় একজন অটোরিকশা চালক।


জানা যায়, ঈদে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য স্বামীর কাছে বায়না ধরে বর্ষা। পরে স্বামী ঘুরতে না নিয়ে গেলে অভিমান করে বুধবার রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় সাথী। পরবর্তীতে তার স্বজনরা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আখাউড়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানা,স্বামীর সঙ্গে অভিমান করেই সাথী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।