ময়মনসিংহে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিল ছাত্রলীগ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:২১ পূর্বাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩

অসহায় কৃষকের ধান কেটে মাথায় করে বাড়ি পৌঁছে দিয়েছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এ সময় ধান কাটায় অংশ নেয় জেলা ও মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা
বুধবার (২৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নের মালতিপুর গ্রামের কৃষক সুরুজ্জামানের ৪০ শতাংশ ধান কাটেন।
এ সময় কৃষক নুরুজ্জামান বলেন, আমার ক্ষেতের ধান কয়েকদিন আগেই পেকে গেছে। আর্থিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। ছাত্রলীগের ছেলেরা এসে আমার ক্ষেতের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে।
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এই শ্লোগানকে মনে প্রাণে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়া শুরু করেছি।