এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেদী হাসান নামের এক ছেলের সঙ্গে প্রায় দেড় বছর ধরে তার প্রেমের সম্পর্ক ছিল
বিজ্ঞাপন
রাজধানীর রাজারবাগ এলাকার একটি বাসা থেকে উর্মি আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আগামীকাল রবিবার (৩০ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।
বিজ্ঞাপন
এর আগে শনিবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে ঘটনাটি ঘটে। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঢামেকের মর্গে পাঠায়।
বিজ্ঞাপন
সবুজবাগ থানার এসআই আবির দেবনাথ জানান, আমরা খবর পেয়ে দক্ষিণ রাজারবাগ বাগপাড়া ৮/১/ক নম্বর টিনশেড বাসা থেকে উর্মির ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।
নিহতের চাচা জানান, আমার ভাতিজি এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। মেহেদী হাসান নামের এক ছেলের সঙ্গে প্রায় দেড় বছর ধরে তার প্রেমের সম্পর্ক ছিল। গতকাল বিকেলে মেহেদী হাসান তাকে জানিয়ে দেয় আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই নিয়ে সে অভিমানে নিজ রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।








