ফিলিংসের ভেতরে যেতে একটু মদ পানের দরকার পড়ে: নোবেল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫:১৯ পূর্বাহ্ন, ২রা মে ২০২৩
ফিলিংসের ভেতরে যেতে একটু-আধটু কুড়িগ্রামে ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্ৰী কলেজের ৫০ বছর পূর্তি ও সুর্বণ জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে মাতলামির কারণে গায়ক নোবেলকে জুতা ও পানির বোতল নিক্ষেপের ঘটনা ঘটে।
কণ্ঠশিল্পী নোবেলের এমন কর্মকাণ্ড মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং এতে সমালোচনার ঝড় ওঠে।
মঞ্চে অসংলগ্ন আচরণের ঘটনায় মুখ খুলেছেন তিনি। নোবেল জানান, ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে।
স্থানীয় এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মদ পানের কথা স্বীকার করে এ বিতর্কিত গায়ক বলেন, ‘স্টেজে ওঠার আগে হালকা একটু রিলাক্সেশনের জন্য, হালকা একটু ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে। অতিরিক্ত মদ পান করার ধারেকাছে যাইনি। স্টেজে ওঠার আগে সামান্য মদ পান করেছিলাম।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমি অত্যন্ত অনুতপ্ত এবং দুঃখিত। হাঁটু গেড়ে হাতজোড় করে সবার কাছে ক্ষমা চাচ্ছি। এ রকম ঘটনা আর ঘটবে না।’