ভাইরাল শিশু শিল্পী সুমন আর নেই


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯:০২ অপরাহ্ন, ২রা মে ২০২৩


ভাইরাল শিশু শিল্পী সুমন আর নেই
সুমন শেখ

সিরাজগঞ্জে টেবিলে পয়সা বা কয়েন ঠুকে গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শিশু শিল্পী সুমন শেখ (১৬) মারা গেছে। সোমবার (১ মে) দুপুরে তার মৃত্যু হয়।


সুমন সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের আল-আমিন শেখের ছেলে। খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল হাসান রশিদ মোল্লা রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।


এলাকাবাসী জানান, সুমন দুপুরে নিজ বাড়িতে স্ট্রোক করলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সুমনের স্বজনরা জানান, ৮ বা ৯ বছর বয়সে সুমন গাছ থেকে পড়ে মাথায় আঘাত পায়। পরে চিকিৎসা করে অনেক সময় ভালো আবার কিছু সময় অবনতি হতো। দরিদ্র পরিবার হওয়ায় তাকে উন্নত চিকিৎসা করাতে পারেনি তার পরিবার। আর এ কারণেই অল্প বয়সে তার মৃত্যু হয়েছে। রাতেই রহমতগঞ্জ কবরস্থানে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়। 


আল-আমিন শেখ বলেন, ‘সুমন ছোটবেলায় গাছ থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিল। তখন স্থানীয়ভাবে ডাক্তার দেখানো হলেও টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারিনি।’


সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শামীমুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। সে আগে থেকে অসুস্থ ছিল তার ওপরে আবার বুকে চাপ দিয়ে গান গাইত। তাই ধারণা করা হচ্ছে সে কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


পার্শ্ববর্তী ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাহাদত হোসেন জানান, সন্ধ্যার পরে তার জানাযা নামাজ সম্পন্ন হওয়ার পরে রাত সাড়ে ৮টার দিকে শহরের রহমতগঞ্জ পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।