‘পাঙ্কু জামাই’ পাঠিয়ে আনছে ‘পাঠান’


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ২রা মে ২০২৩


‘পাঙ্কু জামাই’ পাঠিয়ে আনছে ‘পাঠান’
দুই সিনেমার পোস্টার

সম্প্রতি শর্ত সাপেক্ষে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। সেন্সর বোর্ডের অনুমতি পেলেই আগামী শুক্রবার (৫ মে) বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ছবিটি।


সাফটা চুক্তির আওতায় শর্ত সাপেক্ষে বাংলাদেশে পাঠান সিনেমা আনার দায়িত্ব নিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় পরিচালক অনন্য মামুন।


তিনি বলেন, সোমবার সেন্সরে বোর্ডে ‘পাঠান’ জমা দেব। সেন্সর পেলেই শুক্রবার মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে।’


তিনি আরও জানান, বাংলাদেশে নিয়ম হলো- এদেশের কোনো ছবির বিনিময়ে ভারতীয় কোনো ছবি রিলিজ করা যায়। এবারও তাই হয়েছে। বাংলাদেশে পাঠান রিলিজের অনুমতি তখনই মিলেছে যখন বাংলাদেশের ‘পাঙ্কু জামাই’ ভারতে মুক্তির জন্য পাঠানো হয়েছে। ছবিটির নায়ক শাকিব খান।