শ্রমিকদেরকে ভালবাসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা: এড. খাইরুল


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ৩রা মে ২০২৩


শ্রমিকদেরকে ভালবাসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা: এড. খাইরুল
এড. খাইরুল

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মে দিবসের আলোচনা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন। বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।উপজেলার বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগ ৯ নং এনায়েতপুর ইউনিয়নের উদ্যোগে কাহালগাঁও বাজারে অনুষ্ঠিত হয়।


সোমবার (১ মে) বিকেলে মহান মে দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নির্মাণ শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্দুল কদ্দুস। সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা মোশারফ  হোসেন।


উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা নির্মাণ শ্রমিক লীগের সভাপতি এডঃ কে বি এম আমিনুল ইসলাম খাইরুল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্মাণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার জুয়েল বিএসসি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ এনামুর রহমান রবি।


বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সদস্য কৃষিবিদ মোতালেব হোসেন,আওয়ামীলীগ নেতা নাছির উদ্দীন, ছাইফুল ইসলাম মেম্বার,কৃষকলীগ নেতা আশরাফুল ইসলাম,নির্মাণ শ্রমিক লীগের ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ফকির, শামসুল হক, আব্দুল আলিম,সাবেক ছাত্রনেতা মোশারফ হোসেন, আমরা কজন মুজিব সেনা ফুলবাড়িয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহাগ মিয়া প্রমুখ।


প্রধান অতিথি এডভোকেট খাইরুল বক্তব্য বলেন, শ্রমিকদেরকে ভালবাসেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। শ্রমিকদের অধিকার আদায়ে আওয়ামী লীগ সরকার কাজ করছে।


শ্রমিকদের ন্যায্য মুজুরী আদায়ের জন্য  শ্রমজীবি মানুষের কথা বলে এবং বিএনপি শ্রমিকদের পুড়িয়ে মেরেছে। আগামী ২০২৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রার্থীকে বিজয়ী করতে হবে। উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। 


আরএক্স/