ফের পেছালো দেশে ‘পাঠান’ মুক্তি


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:১৫ পূর্বাহ্ন, ৩রা মে ২০২৩


ফের পেছালো দেশে ‘পাঠান’ মুক্তি
পাঠান সিনেমার পোস্টার

আগামী শুক্রবার (৫ মে) বাংলাদেশে মুক্তি পাচ্ছে না বলিউড বাদশা শারুখ খানের 'পাঠান'। এক সপ্তাহ পিছিয়ে ছবিটি আগামী ১২ মে মুক্তি পাবে। 


মঙ্গলবার (২ মে) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক নেতা ও সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু।


তিনি জানান, দুটি কারণে ৫ মে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে না। প্রথম ছবিটি এ সপ্তাহে মুক্তি পেতে হলে বুধবারের (৩ মে) মধ্যে সেন্সর ছাড়পত্র লাভ করতে হবে। কারণ বৃহস্পতিবার বৌদ্ধ পূর্ণিমার ছুটির কারণে সেন্সর বোর্ড বন্ধ থাকবে। কিন্তু বুধবারের সেন্সর শোয়ের তালিকায় একটি ইংরেজি ও একটি বাংলা ছবি থাকলেও ‘পাঠান’ নেই।


দ্বিতিয়ত, এবারের মুক্তি পাওয়া ৮টি ছবির পরিচালকরা সম্মিলিত চলচ্চিত্র পরিষদের কাছে পাঠানের মুক্তি দুই সপ্তাহ পেছানোর আবেদন করেছে। তাদের আবেদনের প্রেক্ষিত সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে ৫ নয় ১২ মে ‘পাঠান’ ছবিটি মুক্তি দেওয়ার।


সাফটা চুক্তির আওতায় ৫ শর্তে ২ বছরের জন্য ১৮টি হিন্দি ছবি আমদানির অনুমতি দিয়েছে সরকার।