বিয়ে নিয়ে মুখ খুললেন নেহা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯:০৩ অপরাহ্ন, ৩রা মে ২০২৩


বিয়ে নিয়ে মুখ খুললেন নেহা
নেহা শর্মা

বলি পাড়ার নায়িকা নেহা শর্মা। বেশ কিছু দক্ষিণী সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। তার পরবর্তী সিনেমা ‘জোগিরা সারা রা রা’। আগামী ১২ মে মুক্তি পাবে এ সিনেমা। বর্তমানে সিনেমাটির প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা।


এ উপলক্ষে ইন্ডিয়া টিভিকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এসময় বিয়ে নিয়ে কথা বলেন নেহা। একজন নারীর কখন বিয়ে করা উচিত সে বিষয়েও মত প্রকাশ করতে গিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আপনি যদি প্রস্তুত না থাকেন, তবে আপনার বিয়ে করা উচিত নয়।’


বিস্তারিত ব্যাখ্যা করে নেহা শর্মা জানান, ‘আমি আমার বোনের বিয়ে প্রত্যক্ষ করেছি, আমার বাবা-মা দীর্ঘ দিন ধরে একসঙ্গে রয়েছেন। এসব অভিজ্ঞতা থেকে বলছি, জীবনে বিয়ে একটি বড় ব্যাপার। আমি বিয়েকে যেমনটা দেখেছি, তাতে দুজন মানুষ চাইলে এটি এগিয়ে যাবে; না হলে নয়। দাম্পত্য জীবনে আপনি রাগ-ক্ষোভ রাখতে পারবেন না, আপনাকে অবশ্যই অহমবোধ দূর করতে হবে, যা অনন্য।’


বিয়ে নিয়ে নানা কথা বললেও নিজের বিয়ে নিয়ে কথা বলেননি ‘ক্রুক’খ্যাত এই অভিনেত্রী। 


‘জোগিরা সারা রা রা’ সিনেমাটি রোমান্টিক-কমেডি ঘরানার। এটি পরিচালনা করেছেন কুশান নন্দি। সিনেমাটিতে নেহার বিপরীতে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এ ছাড়াও অভিনয় করেছেন— সঞ্জয় মিশ্রা, মহাক্ষয় চক্রবর্তী। আইটেম গানে পারফর্ম করেছেন কিনি।