তরুণীদের কাছে আমি এখন জাতীয় ক্রাশ: জায়েদ খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ৩রা মে ২০২৩
‘অনেক মেয়ে বিয়ে করছে না, করবে না নাকি আজীবন। তাদের বোঝানোর চেষ্টা করেও লাভ হচ্ছে না। বলেছি আগুনের পেছনে ছুটলে হাত পুড়ে যাবে। তবে আমি আগুন হয়েই থাকতে চাই। আমি সুন্দরীদের জ্বালাতে চাই।’
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জায়েদ খানের এমন মন্তব্য নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে জায়েদ খান জানান, তিনি এখনো প্রেম করছেন না। ভালো লাগলে প্রেম করবেন, তাকেই বিয়ে করবেন।
তিনি বলেন, আমি সৌন্দর্য ভালোবাসি। সেটা পজেটিভলি দেখছেন সবাই।
‘তারা আমার সঙ্গে প্রেম করতে চান। আমি নাকি জাতীয় ক্রাশ। তবে তরুণীদের সাড়ায় আমি অভিভূত। তারা মন থেকে আমাকে চান। এর কারণ, আমি তো নোংরামি করিনি। করলে এতোদিনে অনেক কিছু বের হতো।’
নিজের পরিচয় তুলে ধরে জায়েদ খান বলেন, আমি একজন শিক্ষিত ছেলে। এটাই জায়েদ খানের পরিচয়। জায়েদ আগুন হয়েই থাকবে। যতোদিন ব্যাচেলর থাকবো, ততোদিন নারীরা আমাকে দেখে জ্বলবেন। কিন্তু প্রেম করবো না।
তিনি বলেন, আমি সব সময় নারীদের সম্মান করি। সম্মানের সঙ্গে কথা বলি। যে কারণে অনেক তরুণী নিয়মিত ফোন দিচ্ছে। তারা আমার সঙ্গে প্রেম করতে চায়। আমাকে বিয়ে করতে চায়। অনেক মেয়ে ফেসবুক রিকোয়েস্ট পাঠিয়ে বলছেন, আপনি যে জ্বালাতে চান, আমরা জ্বলতে চাই। আমি তাদের বোঝাই পাগলামি করবেন না। কিন্তু সেসব তরুণী আমাকেই চায়। এর কারণ জায়েদ খান সৎ। সত্য কথা বলে।
অভিনয়, ব্যক্তিগত জীবন ও শিল্পী সমিতি নিয়ে নানা বক্তব্য দিয়ে আলোচনায় থাকেন জায়েদ খান। তিনি বলেন, এখন প্রতিনিয়ত মেয়েরা ফেসবুকে মন্তব্য করছেন। ফোন দিয়ে অনুরোধ করছেন ফেসবুক রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে। অনেক মেয়ে ইনবক্সে ছবি পাঠাচ্ছেন। এর কারণ আমার মধ্যে ভেজাল নেই।
এ অভিনেতা বলেন, টাকা, সম্মান হলে মানুষ বদলে যায়, কিন্তু জায়েদ খান অতীত মনে রাখে। আমি ছোট থেকে বড় হয়েছি। এসব কথা মেয়েরা পছন্দ করেছেন। তরুণীদের কাছে আমি এখন জাতীয় ক্রাশ।