শেরপুরে অধ্যক্ষ ও সভাপতির পদত্যাগের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৪ পিএম, ৩রা মে ২০২৩

শেরপুরের জমশেদ আলী মেমোরিয়াল কলেজের দূর্ণীতিবাজ, স্বাক্ষর জালকারী, অধ্যক্ষ এবং সদ্য নিয়োগকৃত সভাপতির পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীবৃন্দ।
বুধবার (৩ মে) সকাল ১১টায় অত্র কলেজ গেইট সম্মুখে ২ ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সর্বস্তরের এলাকাবাসী ও শিক্ষার্থীদের নিয়ে শেরপুর জামালপুর সড়ক ঘন্টাব্যাপী অবরোধ করেন এবং অধ্যক্ষ শহীদুল ইসলাম রেজার পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একইসাথে অধ্যক্ষের কুশপুত্তলিকাদাহ পুড়ান অবরোধকারীরা।
মানববন্ধনে বিভিন্ন ফেস্টুন ব্যানার নিয়ে প্রায় এক হাজার শিক্ষার্থী ও এলাকাবাসী কর্মসূচিতে অংশ নেন। পরে উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেন তারা। আগামী ১০ মে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে গণজমায়েতের কর্মসূচি ঘোষনা করেন মিনহাজ উদ্দিন মিনাল।
এসময় বক্তব্য রাখেন, জমশেদ আলী মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন মিনাল, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল সাত্তার মাষ্টার, আলমগীর হোসেন মাস্টার, এংরাজ আলী মেম্বার, কুসুমহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত হোসেন, সমাজসেবক আব্দুল করিম মিষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম, সমাজসেবক আবু হানিফ, আলহাজ্ব সুরুজ্জামান প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন লছমনপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা।
আরএক্স/