ভালো স্বামী হতে চান সালমান মুক্তাদির
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৬ পূর্বাহ্ন, ৪ঠা মে ২০২৩
গেল মঙ্গলবার হঠাৎ বিয়ের ছবি প্রকাশ করে সামাজিকমাধ্যমে রীতিমতো ঝড় তোলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তবে স্ত্রীর সঙ্গে একাধিক ছবি প্রকাশ করলেও তার পরিচয় উল্লেখ করেননি এই অভিনেতা।
ছবির মন্তব্যের ঘরে এই দম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নেতিবাচক মন্তব্য করেছেন অনেকে। আদৌ তারা বিয়ে করেছেন কি না? এমন প্রশ্ন ঘোরাফেরা করছে সালমানের কমেন্টবক্সে।
এবার বিয়ের সত্যতা নিশ্চিত করতে দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের স্টোরিতে সালমান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের বিয়েটা সত্যি হয়েছে। আমার বাড়ির পাশের মসজিদে আমি এবং আমার স্ত্রী বিয়ে করেছি। নতুন পরিবার ও সম্পর্কের এই শুরুর সময়টায় আমরা খুব ব্যস্ত।’
তিনি আরো লিখলেন, ‘আমরা বিয়ের সম্পর্কটা খুবই সাদামাটাভাবে রাখতে চাই। একই সঙ্গে বিনয়ের সঙ্গে বলতে চাই, সব ধরনের মিডিয়া কাভারেজ ও ইন্টারভিউ থেকে দূরে থাকতে চাচ্ছি আমরা।’
এই ইউটিউবার বলেন, ‘যেসব মানুষ আমাদের সম্পর্কের মধ্যে বিষাক্ত ও নেতিবাচক কিছু খোঁজার চেষ্টা করছেন, তারা কখনোই মানুষের সুখের সময়ে পাশে দাঁড়াতে পারে না। সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’
সর্বশেষে ভালো স্বামী হওয়ার চেষ্টা করবেন করেও উল্লেখ করেন সালমান মুক্তাদির।