হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৩ পূর্বাহ্ন, ৪ঠা মে ২০২৩


হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম
ছবি: সংগৃহীত

গত প্রায় দুমাস ধরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। আমদানি বন্ধের অজুহাতে পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়ে ৪৫ থেকে ৪৬ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে।


বাজার ঘুরে দেখা গেছে, খুচরা দোকানগুলোতে নেই ভারতীয় পেঁয়াজ। আড়তগুলোতে দেশি পেঁয়াজ প্রকার ভেদে ৪৩ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। সে পেঁয়াজ আবার খুচরা বাজারে বিক্রয় হচ্ছে ৪৫-৪৬ টাকা।


হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, বেশ কিছুদিন ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। রোজার প্রথমের দিকে দাম স্বাভাবিক ছিল। কিন্তু রমজানের শেষের দিক থেকে দাম বাড়তে থাকে। দুদিন আগে প্রতি কেজি পেঁয়াজ ৪৮-৫০টাকা কেজি দরে বিক্রয় হয়েছে।


ইলিয়াস হোসেন নামের এক পেঁয়াজ ব্যবসায়ী বলেন, আড়ত থেকে ১৭০০-১৮০০ টাকা মণ পেঁয়াজ ক্রয় করি। সেই পেঁয়াজ খুচরা বাজারে সাড়ে ১৮০০-১৯০০ টাকায় বিক্রয় করি।