নির্মাতা-অভিনেতা মনোবালা আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪:৪২ পূর্বাহ্ন, ৪ঠা মে ২০২৩
দক্ষিণী সিনেমার প্রবীণ অভিনেতা ও নির্মাতা মনোবালা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। বুধবার (৩ মে) চেন্নাইতে নিজবাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
গত ২ সপ্তাহ ধরে লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন মনোবালা। এর আগে চলতি বছরের জানুয়ারিতে বুকে ব্যথা অনুভব করায় অ্যাঞ্জিও-চিকিৎসা করেছিলেন প্রবীণ এই নির্মাতা।
চেন্নাইয়ের এলভি প্রসাদ রোডে তার বাসভবনে মরদেহ জনসাধারণের দেখার জন্য রাখা হবে বলে জানা গেছে।
মনোবালা ব্যাপক পরিচিতি পেয়েছিলেন কৌতুক ও পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য। তাকে তামিল ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা হিসেবে বিবেচনা করা হতো। ৩৫ বছরের ক্যারিয়ারে ৪৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
১৯৮২ সালে ‘আগায়া গঙ্গাই’ সিনেমার মাধ্যমে তিনি নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন। এরপর ২৪টিরও বেশি চলচ্চিত্র পরিচালনা করেন।
তার নির্মিত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে, ‘পিল্লাই নীলা’,‘এন পুরুষশানথান এনাক্কু মাত্তুমথান’, ‘ওরকাভালান’, ‘কারুপ্পু ভেলাই’, ‘মাল্লু ভেট্টি মাইনর’ এবং ‘পারাম্বরিয়াম’।