গুগল ডকসে নতুন ফিচার


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০২:৩৩ পূর্বাহ্ন, ৫ই মে ২০২৩


গুগল ডকসে নতুন ফিচার
ফাইল ছবি

সম্প্রতি গুগল ডকসে ইমোজি যুক্ত করেছে শীর্ষ টেক জায়ান্ট গুগল। এখন থেকে ব্যবহারকারীরা গুগল ডকসের মন্তব্যে প্রতিক্রিয়া হিসেবে ইমোজি যুক্ত করতে পারবেন বলে জানা গেছে।


গুগল ডকসের মন্তব্যে আনুষ্ঠানিক বিকল্প হিসেবে ইমোজি কাজ বলে এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়। গুগল বলছে, নতুন এই সুবিধা নথির আধেয় সম্পর্কে দ্রুত ও সৃজনশীল উপায়ে ব্যবহারকারীর মত প্রকাশ করার মাধ্যমে সহযোগিতা বাড়াবে। গুগল বর্তমানে এই সুবিধা র‌্যাপিড রিলিজ ডোমেইনে উন্মুক্ত করেছে। গতকাল ৩ মে থেকে উন্মুক্ত হয়েছে।


মন্তব্যে ইমোজি যুক্ত করা চলতি সপ্তাহের শুরুতে নিজেদের ওয়ার্কস্পেসে আরও বেশ কিছু নতুন আপডেট আনার ঘোষণা দিয়েছে গুগল।


এর মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল শিটসে ছবি যুক্ত করা যাবে। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে গুগল স্লাইডসে ছবি পুনঃস্থাপন করা এবং নথি ও স্প্রেডশিট যুক্ত করা বা গুগল মিট থেকে সরাসরি ডকস, শিট ও স্লাইডে গুগল ক্যালেন্ডারের কর্মসূচিতে প্রেজেন্টেশন যুক্ত করা।