বাজারে উত্তাপ ছড়াচ্ছে গরুর মাংস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:০১ অপরাহ্ন, ৫ই মে ২০২৩


বাজারে উত্তাপ ছড়াচ্ছে গরুর মাংস
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের আগে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ টাকায় বিক্রি করা হয়েছে। কিন্তু বেশ কয়েকদিন যাবৎ হঠাৎ করেই ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরুর মাংস। 


মাংস বিক্রেতারা বলছেন, গরুর দাম অনেক বেশি, সব ধরনের খরচও বেশি, সামনে কোরবানির ঈদ গরুর চাহিদা বেশি, বাজারে গরুও কম। তাই ৮০০ টাকায় বিক্রি না করলে লোকসান হয়ে যায়। 


শুক্রবার (৫ মে) রাজধানীর নিউ মার্কেট কাঁচাবাজার, পলাশী বাজার, হাতিরপুল বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।


দেখা গেছে, প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে দুই-একটি দোকানে ৭৫০ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ টাকায়।


এদিকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৩০ টাকা কেজিতে, সোনালি মুরগি প্রতি কেজি ৩৪০ থেকে ৩৫০ টাকা এবং কক লেয়ার (লাল) প্রতি কেজি ৩৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।


মাছের বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি চাষের কই বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, শিং মাছ আকার ভেদে প্রতি কেজি ৪৫০ থেকে ৫৫০ টাকা, পাঙাস মাছ প্রতি কেজি ২২০ টাকা, রুই মাছ প্রতি কেজি ২৮০ থেকে ৩২০ টাকা, তেলাপিয়া প্রতি কেজি ২২০ থেকে ২৫০ টাকা, চিংড়ি আকার ভেদে ৬৫০ থেকে ৭০০ টাকা, পাবদা মাছ আকার ভেদে প্রতি কেজি ৪০০ থেকে ৫০০ টাকা, বড় টেংরা প্রতি কেজি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।