কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৮ পূর্বাহ্ন, ৬ই মে ২০২৩


কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম
ছবি: সংগৃহীত

সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫-১০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। মানভেদে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৩৫ থেকে ২৪০ টাকা কেজিতে। দুই দিন আগেও বাজারে ব্রয়লার মুরগির দাম ছিল ২৪০ থেকে ২৫০ টাকা।


শুক্রবার (৫ মে) নিউমার্কেট কাঁচাবাজার ও পলাশী কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।


পাইকারি বাজারে দাম কমার কারণে ব্রয়লারের দাম কমেছে বলে জানিয়েছেন পলাশী বাজারের ব্যবসায়ীরা।


এছাড়া পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ টাকায়। লাল মুরগি ৩৫০ টাকা। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৪৬০ টাকায়।


এদিকে ব্রয়লার মুরগির দাম কমলেও বেড়েছে ডিমের দাম। পাইকারি বাজারে ব্রয়লারের ডিমের শ বিক্রি হচ্ছে ১১৫০ টাকায়। অর্থাৎ দোকানি এক হালি ডিম কিনছেন ৪৬ টাকায়।


এক সপ্তাহ আগেও ব্রয়লারের ডিমের ডজন ছিল ১৩৫ টাকা। হালি ছিল ৪৫ টাকা।


জেবি/ আরএইচ/