আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেফতার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৫ এএম, ৬ই মে ২০২৩


আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেফতার
ছবি: র‌্যাব মিডিয়া ইউং

জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।


বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার ভোরে নোয়াখালী ও কুমিল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি উগ্রবাদ মতাদর্শী বই, চারটি স্মার্ট ও একটি বাটন মোবাইল ফোন এবং ১০টি সিম উদ্ধার করা হয়।


এটিইউ’র মিডিয়া শাখার পুলিশ সুপার মো. আসলাম খান বলেন, গ্রেফতারকৃতরা অনলাইনে জঙ্গিবাদ প্রচার, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিলেন। তারা আল ইসলামের সক্রিয় সদস্য।


নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ, প্রস্তুতি নিতে সামাজিক মাধ্যম ব্যবহার করে বিভিন্ন সিকিউর্ড গ্রুপ খুলে নিজেদের মধ্যে আলোচনা চালচ্ছিলেন।