এডভোকেট কিবরিয়ার কবর জিয়ারত করেছেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫০ পূর্বাহ্ন, ৬ই মে ২০২৩
ঢাকা জজকোর্টের সহকারি পাবলিক প্রসিকিউটর এডভোকেট শাহজালাল কিবরিয়া মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (৫ মে) বাদ জুমা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের সারুটিয়া গ্রামে এসে মরহুমের মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতির ও সুপ্রিম কোর্ট আইনজীবী নেতৃবৃন্দ তার পরিবারের খোঁজখবর নেন এবং কবর জিয়ারত করেন।
ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক ও মহানগর যুবলীগ (উত্তর) আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোলাম ছারোয়ার খান জাকিরের নেতৃত্বে আইনজীবীদের মাঝে উপস্থিত ছিলেন এডভোকেট মো. তৌহিদুর রহমান, এডভোকেট মো. মাহফুজুর রহমান, এডভোকেট মো. মতিউর রহমান ভূঁইয়া, এডভোকেট মো. হাফিজুর রহমান তোতা, এডভোকেট মো. আনোয়ার শাহাদাত শাওন, এডভোকেট মো. হাসিবুর রহমান দিদার, এডভোকেট বিনয় কুমার ঘোষ ভিটু, এডভোকেট মো. আরিফুর রহমান সুমন, এডভোকেট মুকতার হেসেন সুজন, এডভোকেট তপু গোপাল ঘোষ, এডভোকেট মো. আলী আহমেদ, এডভোকেট দেওয়ান হুমায়ুন, এডভোকেট মো. মাসুদ রানা, এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট মো. আব্দুল হাই মামুন, এডভোকেট মহাদেব রায়, এডভোকেট সঞ্জয় কুমারসহ ঢাকা আইনজীবী সমিতি ও সুপ্রিম আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
এ সময় আইনজীবী নেতৃবৃন্দ বলেন, অ্যাডভোকেট শাহজালাল কিবরিয়ার পরিবারের জন্য আমরা আইনজীবী নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করব।