জামায়াতের বিচারে আইন সংশোধন হচ্ছে: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:২৬ পূর্বাহ্ন, ৭ই মে ২০২৩
জামায়াতের বিচারে আইন সংশোধন হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
শনিবার (৬ মার্চ) ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৪৮তম রিফ্রেশার কোর্সের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যথেষ্ট নয়। এই আইনটি সংশোধন করা দরকার, সেই প্রক্রিয়া চলছে।
এর জন্য সবাইকে কিছুদিন অপেক্ষার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘জামায়াতের গঠনতন্ত্র আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন বাতিলের পক্ষে সরকার আন্তরিকভাবে কাজ করছে।’
জেবি/এসবি