হাড়িভাঙ্গা আম বাজারে মিলবে ২০ জুন থেকে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৬ অপরাহ্ন, ৭ই মে ২০২৩
রংপুরের জনপ্রিয় ও সুস্বাদু হাড়িভাঙ্গা আম আগামী ২০ জুন থেকে বাজারে পাওয়া যাবে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে সপ্তাহখানেক আগেও বাণিজ্যিকভাবে বাজারে পাওয়া যাবে সারাদেশে জনপ্রিয়তার তালিকায় থাকা এই আম।
এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল।
হাড়িভাঙ্গা আঁশবিহীন একপ্রকারের সুস্বাদু আম। বিশ্বখ্যাত, স্বাদে গন্ধে অতুলনীয় এই আম রংপুরের অন্যতম ঐতিহ্য। রংপুরে এবার ১ হাজার ৯০৫ হেক্টর জমিতে এই আম চাষ হয়েছে।
শুরুতে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জসহ কয়েকটি এলাকায় ব্যাপক হাড়িভাঙ্গা আমের চাষ হলেও জনপ্রিয়তার কারণে এখন রংপুর বিভাগের অন্যান্য উপজেলায় ব্যক্তি ও বাণিজ্যিক ভিত্তিতে গড়ে উঠেছে এই আম বাগান।