দেশে ক্রিস্টাল মেথের ‘সবচেয়ে বড় চালান’ জব্দ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ৮ই মে ২০২৩


দেশে ক্রিস্টাল মেথের ‘সবচেয়ে বড় চালান’ জব্দ
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার পালংখালী থেকে দেশের সবচেয়ে বড় ক্রিস্টাল মেথ বা আইস জব্দের কথা জানিয়েছে র‌্যাব। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়। 


রবিবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে র‌্যাব-১৫ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।


গ্রেফতারকৃতরা হলেন, ইমরান ওরফে ইরান মাঝি (৩৩), রুবেল ওরফে ডাকাত রুবেল (২৬), আলাউদ্দিন (৩৫) ও জয়নাল আবেদীন ওরফে কালাবদা। তাদের মধ্যে আলাউদ্দিন চাকরিচ্যুত পুলিশ সদস্য।


খন্দকার আল মঈন বলেন, মিয়ানমার থেকে চা পাতার প্যাকেটে করে ২৪.২ কেজি আইস কৌশলে বাংলাদেশে নিয়ে আসছিল। সে খবর ছিল র‌্যাব-১৫ এর গোয়েন্দাদের। রবিবার ভোরের দিকে পালংখালীর শফিউল্লা কাটা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


তিনি আরও জানান, সিন্ডিকেটের সদস্য আলাউদ্দিন মাদক পরিবহনের কারণেই চাকরি থেকে চাকরিচ্যুত হয়। এরপর সীমান্ত এলাকা দিয়ে সে পুনরায় এসব মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

জেবি/ আরএইচ/