সিরাজগঞ্জে দুর্ভোগ কমাতে এমপি'র বরাদ্দে রাস্তা করে দিলেন প্রকৌশলী মামুন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:০৬ পূর্বাহ্ন, ৯ই মে ২০২৩


সিরাজগঞ্জে দুর্ভোগ কমাতে এমপি'র বরাদ্দে রাস্তা করে দিলেন প্রকৌশলী মামুন
মাটির রাস্তা

সিরাজগঞ্জের সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে এলাকাবাসীর দূর্ভোগ কমাতে স্থানীয় এমপির বরাদ্দে ও তার সহযোগিতায়  রাস্তা করে দিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। 


জানাযায়, সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পটল ছোনগাছা উত্তর- দক্ষিণ পাড়াসহ আশেপাশের এলাকাবাসীর হাট বাজারে যাতায়াতের একমাত্র পাকা সড়ক ছাড়া তেমন কোন রাস্তা না থাকায় তাদের প্রতিনিয়তই দূর্ভোগ পোহাতে হতো। 


এমন কি মাঠ থেকে ধানসহ অন্যান্য শস্য কেটে বাড়ি নিয়ে যাওয়ার মত কোন রাস্তা না থাকায় যানবাহন ছাড়া তাদেরকে এক থেকে দেড় কিঃমি পথ শস্য মাথায় নিয়ে পায়ে হেটে যেতে হতো।  


তাদের এ দূর্ভোগ কমাতে স্থানীয় এমপির বরাদ্দে তার সার্বিক সহযোগিতায় একটি মাটির রাস্তা করে দিয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। এতে এলাকাবাসীসহ আশেপাশে মানুষের চলাচলে খুবই  সুবিধা হয়েছে বলে তারা জানান। 


ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব ও ওই এলাকার কৃষক ময়দান আলী মন্ডল, দেলশাদ আলী ও লিটনসহ অনেকেই , বলেন, আমাদের হাট বাজারে যাতায়াতের একমাত্র পাকা সড়ক ছাড়া অন্য  কোন রাস্তা না থাকায়  আমাদের প্রতিনিয়তই  দূর্ভোগ পোহাতে হতো। 


এমন কি মাঠ থেকে ধানসহ অন্যান্য শস্য কেটে বাড়ি নিয়ে যাওয়ার মত কোন রাস্তা না থাকায় যানবাহন ছাড়া এক দেড় কি.মি পথ শস্য মাথায় নিয়ে পায়ে হেটে  বাড়ি যেতে হতো। এখন এই রাস্তা হওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে। আমরা সহজেই হাটবাজারসহ শস্য নিয়ে বাড়ি ফিরতে পারি। এতে আমাদের দূর্ভোগ অনেক লাঘব হয়েছে। 


ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন,এলাকাবাসীর কষ্ট লাঘব করতে এবং তাদের চলাচলের সুবিধার্থে স্থানীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয় মহোদয় ২০২২-২০২৩  অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা- কাবিটা) কর্মসূচির আওতায় পটল ছোনগাছা দাসপাড়া সুভাষ মাস্টারের বাড়ি থেকে সাবেক ইউপি সদস্য সেলিম মেম্বারের বাড়ি পর্যন্ত একটি প্রকল্প দেন। 


সেই প্রকল্পে দুই কিস্তিতে দুই লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ পাই। সেই বরাদ্দ দিয়ে এই রাস্তাটি করা হয়েছে। এতে করে এলকাবাসীর যাতায়াতে  অনেক সুবিধা হয়েছে। আগামীতে এলাকাবাসীর যেকোন উন্নয়নে এ ধরণের কাজের ধারবাহিকতা রাখতে চান ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। 


এবিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) সাইদুল হক বলেন, এ প্রকল্পের বরাদ্দ অনুযায়ী কাজটি খুবই ভালো হয়েছে। এতে ওই এলাকার মানুষের চলাচলে অনেক সুবিধা হয়েছে। সেই সাথে রাস্তার পাশ দিয়ে মাটির ড্রেন নির্মাণ করায় কৃষকদের পানি নিষ্কাসনেরও  ব্যবস্থা হয়েছে। এতে করে স্থানীয় কৃষকদের জমিতে শস্য ফলাতে এবং যাতায়াতে  সুবিধা হয়।


আরএক্স/