Logo

কক্সবাজার বিমানবন্দর নিয়ে বিআইডব্লিউটি’র সুপারিশ বাস্তবায়নযোগ্য নয়

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২৯ জানুয়ারি, ২০২৬, ১৫:০৮
কক্সবাজার বিমানবন্দর নিয়ে বিআইডব্লিউটি’র সুপারিশ বাস্তবায়নযোগ্য নয়
ছবি: প্রতিনিধি

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদস্য এয়ার কমোডর নুর-ই আলম বলেছেন, কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ে নিয়ে 'বিআইডব্লিউটিএ যে সুপারিশ করেছে, তা কখনো বাস্তবায়ন সম্ভব নয়৷ কারণ সবার সঙ্গে আলোচনা করেই কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে তৈরি করা হয়েছে। আর এটির কারণে তো নৌ চলাচলের কোন সমস্যা হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জানয়ারি) সকালে বিমানবন্দরের কনফারেন্স হলে আয়োজিত গণশুনানীতে বেবিচক সদস্য এয়ার কমোডর নুর-ই আলম এসব কথা বলেন।

বেবিচক সদস্য বলেন, বেবিচক সব ধরণের কাজ সম্পন্ন করেছে কক্সবাজার বিমানবন্দরের। সরকার চাইলে যেকোন মুহুর্তে আন্তর্জাতিকমানের ঘোষণা দিতে পারে ৷

বিজ্ঞাপন

গণশুনানিতে বিমানবন্দর ব্যবহারকারীদের সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে কক্সবাজার বিমানবন্দরে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

গণশুনানীতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব এবং বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ নুরুল হুদা, বেবিচক এর পরিচালক (সম্পত্তি ব্যবস্থাপনা) ও উপসচিব সানিউল ফেরদৌস।

এছাড়া অনুষ্ঠানে সাধারণ যাত্রী ও বিমান পরিবহণ সংশ্লিষ্টরাও অংশ নেন।

বিজ্ঞাপন

জেবি/আরএক্স/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD