পিরোজপুরে পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ

পিরোজপুরে বাংলাদেশ বিচারবিভাগ কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে জেলা আদালতের বিভিন্ন স্তরের বিচার বিভাগীয় কর্মচারীরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচার বিভাগীয় কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্টা ও জেলা সরকারি চাকরিজীবী কল্যাণ পরিষদের সভাপতি জনাব মো. শামসুদ্দোহা। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিচার বিভাগের সভাপতি জনাব মো. অহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
কর্মসূচিতে বক্তারা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অধীনে গঠিত জাতীয় পে কমিশনের রিপোর্ট ইতিমধ্যে উপদেষ্টা পরিষদে জমা দেওয়া হয়েছে। তবে বাস্তবায়নের জন্য এখনো গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করা হয়নি।
তাদের অভিযোগ, মাননীয় জ্বালানি উপদেষ্টা পে স্কেল সংক্রান্ত যে মতামত প্রদান করেছেন, তা সরকারি কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি করেছে। বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে এবং কর্মচারীদের মানব সম্মত জীবনযাপন নিশ্চিত করতে জাতীয় পে স্কেল বাস্তবায়ন একান্তভাবে প্রয়োজন।
শেষে তারা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সহমর্মিতা ও হস্তক্ষেপ কামনা করেন, যাতে দীর্ঘদিন স্থগিত থাকা জাতীয় পে কমিশনের সুপারিশ কার্যকর করা যায়।








