শ্রীপুরে দুই কবর থেকে কঙ্কাল চুরি
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৮ পূর্বাহ্ন, ৯ই মে ২০২৩
গাজীপুরের শ্রীপুরে দুই কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় ঘটেছে।
রবিবার (৭ মে ) রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের ঢালিপাড়া এলাকায় একটি পারিবারিক কবরস্থান থেকে দুটি কঙ্কাল চুরি হয়।
তেলিহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. তারেক হাসান বাচ্চু বলেন, এক বছর আগে স্থানীয় মইজ উদ্দিনের স্ত্রী গোলাপজান কে ঢালিপাড়া কবরস্থানে দাফন করেন তাঁর স্বজনেরা। রবিবার রাতের কোনো এক সময় তাঁর কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় চোরেরা।
ইউপি সদস্য আরও বলেন, পাশের অজ্ঞাত একটি কবর খুঁড়ে আরও একটি কঙ্কাল চুরি করে চোরেরা। পাশাপাশি আরও দুটি খবর খোঁড়ার চেষ্টা করে। কবর খুঁড়ে কঙ্কাল চুরির খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সময় কবরস্থানের পাশে ভিড় করছে শত শত মানুষ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, কবর খুঁড়ে কঙ্কাল চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। খোঁজ নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আরএক্স/