ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হিয়া


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪:৪২ পূর্বাহ্ন, ৯ই মে ২০২৩


ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হিয়া
হিয়া

ভারতের জনপ্রিয় অভিনেত্রী হিয়া। নিজেকে স্টার জলসার এ নাটকে ফুটিয়ে তুলে প্রশংসা বেশ কুড়িয়েছিলেন দর্শকদের। 


তবে এবার তিনি হয়েছে কটাক্ষের শিকার। সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী।


ছবিতে দেখা গেছে, তার পরনে কালো ড্রেস আর হাতে শোভা পাচ্ছে একটি ভর্তি ওয়াইন গ্লাস।


আর এই ছবির কমেন্ট বক্সে অনেকেই অনেক কিছু  লিখেছেন। তার মধ্যে একজন লিখেছেন, জীবনে আর তোমার কিচ্ছু হবে না। শুধু ক্লাব আর পার্টিই করবে।


জেবি/এসবি