শাকিব খানের বিরুদ্ধে সমন জারি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:৪৩ অপরাহ্ন, ৯ই মে ২০২৩
মানহানির অভিযোগে ঢাকাই শীর্ষ নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলায় জবাব দাখিলের জন্য সমন জারি করেছেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক আগামী ১৫ মে জবাব দাখিলের জন্য সমন জারি করেন।
মঙ্গলবার (৯ মে) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেনে।
তিনি জানান , বাদীপক্ষ কোর্ট ফি দাখিল করায় সোমবার (৮ মে) বিচারক জবাব দাখিলের জন্য সমন জারি করেন।
রহমতুল্লাহর আইনজীবী মোহাম্মদ তবারক হোসেন বলেন, এর আগে আমরা মামলার আবেদন করেছি। আদালত আমাদের কোর্ট ফি দাখিল করতে বলেছিল। আমরা তা দাখিল করেছি। এরপর আদালত শাকিব খানের বিরুদ্ধে সমন জারি করেছে।
এর আগে গত ৩০ এপ্রিল আদালতে মামলা করেন রহমত উল্লাহ।
জেবি/এসবি