মাধুরীর বিরুদ্ধে যে অভিযোগ করলেন উরফি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:১২ পূর্বাহ্ন, ১০ই মে ২০২৩
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উরফি জাভেদ। এবার মাধুরী দিক্ষীতের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। তার দাবি, একটি অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত হয়েছিলেন। তবে পরে আমন্ত্রণ ফিরিয়ে নেয় আয়োজকরা।
আর এর পেছনে মাধুরীর হাত আছে বলেই অভিযোগ করেছেন এই অভিনেত্রী। তার দাবি, মাধুরীর নিমন্ত্রণ তালিকায় না থাকার কারণেই তাকে দেওয়া দাওয়াত ফিরিয়ে নেওয়া হয়েছিল।
উরফি বলেন, ‘ওই অনুষ্ঠানের মজার বিষয় হল তারা আমার দলের মাধ্যমে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। আমি দাওয়াত গ্রহণও করেছিলাম। অন্য প্রোগ্রাম বাতিল করে তার জন্য পোশাকও তৈরি করেছিলাম। শেষ মুহূর্তে এসে তারা আমাকে বলল, আমি আর আমন্ত্রিত নই। যখন কারণ জানতে চাইলাম, তারা বলল আমি মাধুরীরর অতিথি তালিকায় নেই।’
এরপর উরফি আয়োজকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি কোনো জায়গায় যাওয়ার জন্য আকুপাকু করছি না। তবুও কাউকে দাওয়াত দিয়ে শেষ মুহূর্তে এমন করবেন না।’
তবে এ বিষয়ে মাধুরীর পক্ষ থেকে কোনো প্রকার বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: এনডিটিভি
জেবি/এসবি