ফরিদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৭ পূর্বাহ্ন, ১০ই মে ২০২৩


ফরিদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন
ছবি: জনবাণী

ফরিদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী  উদযাপন করা হয়েছে। 


এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ফরিদপুরের আয়োজনে সোমবার (৮ মে) রাত ৮ টায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়াছিন কবিরের সভাপতিত্বে স্থানীয় শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‌ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ।


এছাড়াও ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লাসহ স্থানীয় সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


আলোচনা সভায় বক্তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মময় জীবনের বিভিন্ন তাৎপর্য্যপূর্ণ দিক তুলে  ধরেন।


বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র একজন কবিই ছিলেন না, তিনি ছিলেন একাধারে দার্শনিক, সাহিত্যিক,নাট্যকার, ঔপন্যাসিক এবং ছোট গল্পকার। তিনি তার সাহিত্যকর্ম দিয়ে বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে মর্য়াদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। তার গান ও কবিতা এদেশের মানুষের জীবনের সাথে মিলেমিশে আছে। বাংলাদেশের জাতীয় সংগীত তার কাছ থেকেই নেওয়া।

জেবি/ আরএ্চ