কঙ্গোয় বন্যা-ভূমিধসে ৪১১ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:২৪ অপরাহ্ন, ১০ই মে ২০২৩
কঙ্গোয় চলমান বন্যা-ভূমিধসে এখন পর্যন্ত ৪১১ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এতে নিখোঁজ রয়েছে ৫ হাজারের বেশি মানুষ।
দেশটির পূর্বাঞ্চল প্রাকৃতিক এ দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা পরিদর্শনের পর জানান, নিখোঁজের তালিকায় রয়েছেন পাঁচ হাজার ৫২৫ জন মানুষ।
স্থানীয় সংস্থাগুলোর পাশাপাশি উদ্ধার তৎপরতায় রয়েছে আন্তর্জাতিক সেবা সংগঠন- রেড ক্রস। তাদের শঙ্কা, কাদামাটির নিচে চাপা পড়ে আছেন আরও অনেক মানুষ। যাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই ক্ষীণ। ফলে সময়ের সাথে বাড়তেই থাকবে মরদেহের সংখ্যা। মরদেহ সৎকার এবং গণকবরের উদ্যোগ নিতে সরকারের কাছে স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছে।
এছাড়া দক্ষিণ কিভু অঞ্চলে রয়েছে হাজার-হাজার মানুষ গৃহহীন। তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য দেশের সরকারকে আহ্বান জানানো হয়েছে। গত বৃহস্পতিবার থেকে বৈরি আবহাওয়ার কবলে পড়েছে দেশটি।
জেবি/এসবি