পুরো দেশে ধর্মঘটের ডাক পিটিআইয়ের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:৫৯ অপরাহ্ন, ১০ই মে ২০২৩
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে ধর্মঘটের ডাক দিয়েছে তার দল পিটিআই।
বুধবার (১০ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডনের প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে আজ বুধবার দেশব্যাপী ধর্মঘট ঘোষণা করেছে পিটিআই নেতৃত্ব। একইসঙ্গে ‘ক্রমবর্ধমান ফ্যাসিবাদের’ বিরুদ্ধে রাস্তায় নেমে আসার জন্য কর্মী-সমর্থকদের নির্দেশও দেওয়া হয়েছে।
পৃথক একটি প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ-সমাবেশ করার পরিকল্পনা করছেন তার সমর্থকরা।
পাকিস্তানের পুলিশের একজন মুখপাত্র বুধবার রয়টার্সকে বলেছেন, ইমরান খানকে আদালতে আনা হবে না এবং তাকে যে স্থানে হেফাজতে রাখা হয়েছে সেখানে তার নির্ধারিত শুনানি হবে।
সূত্র: দ্যা ডন