রাজধানীতে ইরানি নাগরিকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:০৩ এএম, ১১ই মে ২০২৩

রাজধানীর বারিধারা এলাকা থেকে গোলনারী সাইদ নামে এক ইরানি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ মে) মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ক্যান্টনমেন্ট থানার এসআই গোলাম মোস্তফা জানান, গোলনারী সাইদ জাতিসংঘ শরণার্থী শিবিরের স্থায়ী সদস্য ছিলেন। বারিধারা ডিওএইচএস এলাকার ৭ নম্বর রোডের একটি বাসায় দুই ইরানি নাগরিক ভাড়া থাকতেন।
তিনি বলেন, তিন দিন আগে সড়ক দুর্ঘটনায় সাইদের বাবা-মা মারা যান। এ নিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়ে। প্রাথমিকভাবে তার মৃত্যুর কোনো কারণ আমরা জানতে পারিনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ময়নাতদন্ত শেষে মরদেহ মর্গে ফ্রিজিং করে রাখা হবে। পরে দূতাবাসের মাধ্যমে তার মরদেহ দেশে পাঠানো হবে।