আবারও সালমানকে খুনের হুমকি!


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০১:০৫ পূর্বাহ্ন, ১১ই মে ২০২৩


আবারও সালমানকে খুনের হুমকি!
সালমান খান

আবারও প্রাণনাশের হুমকি পেলেন বলিউড অভিনেতা সালমান খান। এবার সালমানকে খুনের হুমকি দিলেন ডাক্তারি পড়ুয়া এক যুবক। 


সূত্রে প্রকাশ, ইমেইল মারফৎ ভাইজানকে প্রাণনাশের হুমকি দিয়েছে যুবক। জানা যায়, এই যুবক ইংল‍্যান্ডে ডাক্তারি পড়েন। ইতিমধ্যেই এই যুবকের বিরুদ্ধে  লুকআউট নোটিস জারি করেছে মুম্বই পুলিশ। 


যুবককে ভারতে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে। সূত্রে থেকে পাওয়া খবর অনুযায়ী, এই যুবকই নাকি মার্চ মাসে গোল্ডি ব্রারের নাম করে সলমনকে হুমকি  ইমেইল পাঠিয়েছিলেন। একের পর এক প্রাণনাশের হুমকি। 


ওয়াই প্লাস ক‍্যাটাগরির নিরাপত্তা নিয়ে তাই চলতে হয় পর্দার নায়ককে। সদ‍্যই মুক্তি পেয়েছে " কিসি কা ভাই, কিসি কি জান" শাহরুখের " পাঠান" ছবির সামনে একেবারেই মুখ থুবড়ে পড়েছে সেই ছবি। 


দেশ বিদেশ মিলিয়ে ১০০ কোটি তুলতেই ফুরিয়েছে দম। তুব সেই ব‍্যর্থতার চেয়ে ও এই মুহূর্তে ভাইজানের মাথাব‍্যথা অনেক বেশি সারাক্ষণ বন্ধুকের ঘেরাটোপে থাকা নিয়ে।


আরএক্স/