শ্রীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা

নোংরা পরিবেশে বিভিন্ন খাবার সামগ্রী তৈরি ও মেয়াদ উত্তীর্ণ খাবার প্যাকেটজাত করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে জরিমানা করা হয়
বিজ্ঞাপন
শ্রীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১০ মে) বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে উপজেলার ধাইসার এলাকায় নোংরা পরিবেশে বিভিন্ন খাবার সামগ্রী তৈরি ও মেয়াদ উত্তীর্ণ খাবার প্যাকেটজাত করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি ও শ্রীনগর থানা পুলিশ সদস্যরা।
জেবি/ আরএইচ/








