রাখির ভাই গ্রেফতার


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩:১৭ পূর্বাহ্ন, ১১ই মে ২০২৩


রাখির ভাই গ্রেফতার
ভাইয়ের সঙ্গে রাখি

কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশিরভাগ সময়  আলোচনায় থাকেন রাখি সাওয়ান্ত। সম্প্রতি আইনি জটিলতায় পড়েছে রাখির পরিবার। অভিনেত্রীর ভাই রাকেশ সাওয়ান্তকে গ্রেফতার করেছে পুলিশ।


ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানায়,  গত ৭ মে চেক জালিয়াতির মামলায় রাখির ভাই রাকেশকে গ্রেফতার করে ওশিয়ারা পুলিশ। পরের দিন ৮ মে আদালতে হাজির করা হয় অভিনেত্রীর ভাইকে। আদালতের নির্দেশে বর্তমানে কারাগারে রয়েছেন তিনি।



জানা গেছে, রাখির ভাই পেশায় একজন প্রযোজক, পরিচালক। ২০২০ সালে এক ব্যবসায়ী রাকেশের নামে অভিযোগ করেন। সেই সময় রাকেশকে গ্রেফতার করা হলেও, পরে শর্তসাপেক্ষ জামিনে মুক্তি পেয়ে যান তিনি।


আদালতের শর্ত ছিল ব্যবসায়ীকে তার প্রাপ্য টাকা ফেরত দিয়ে দিতে হবে রাকেশকে। কিন্তু প্রতিশ্রুতি দিয়েও সেই কিন্তু কথা রাখতে পারেনি রাখির ভাই।


তাই এবার ভারতীয় দণ্ডবিধির ১৩৮ ধারায় মামলা রুজু করা হয়েছে রাকেশের বিরুদ্ধে। আগামী ২২ মে পর্যন্ত অভিনেত্রীর ভাইয়ের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।


জেবি/এসবি