দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল শুরু


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৪:৩৬ এএম, ১১ই মে ২০২৩


দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল শুরু
ছবি: সংগৃহীত

পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ বন্ধ করেছিলো নৌ পরিবহন কর্তৃপক্ষ। 


বুধবার (১০ মে) দুপুর সাড়ে ৩টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ার ১ ঘণ্টা পর আবহাওয়া স্বাভাবিক হলে বিকেল সাড়ে ৪টা থেকে আবারও লঞ্চ চলাচলাচল শুরু করা হয় বলে জানা গেছে।


দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, নদী উত্তাল হয়ে যাওয়ায় লঞ্চ চলাচল ঝুকিপূর্ণ হয়ে ওঠে। পরে আবহাওয়া স্বাভাবিক হাওয়ায় বিকেল সাড়ে ৪টা থেকে আবারও লঞ্চ চলাচল শুরু হয়। 


বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন,  দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক আছে।